সুন্দরবনে বাঘের হামলায় প্রান গেল মৎসজীবীর

নিজস্ব প্রতিনিধি, লাহিরীপুর: সুন্দরবনে ফের বাঘের হামলায় প্রান গেল এক মৎসজীবীর। মৃতের নাম চিও সরকার (৪০)। স্থানীয় লাহিরীপুর গ্রাম পঞ্চায়েতের পরশমনি গ্রামের পূর্বপারার বসিন্দা চিত্ত বাবু।
মঙ্গলবার ঝিলার-৪ নম্বর জঙ্গলে ভাইজোড়া খালের কাছে নেমে কাকড়া ধরার সময় হঠাৎ একটি বাঘ চিও সকারের উপর ঝাপিয়ে পড়ে। সেইসময় তার সঙ্গী সুবল মন্ডল ও সুব্রত কয়াল তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন।
কিন্তু বাঘের প্রচন্ড শক্তির কাছে দুজন হেরে যান। ওই মৎসজীবীকে বাঘ জঙ্গলে টেনে নিয়ে যায়। এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ঝিলার বিট অফিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিত্তর মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
প্রসঙ্গত উল্লেখ্য গত রবিবার ঝিলা-১-এর জঙ্গলে অরবিন্দ বিশ্বাস সোমবার সকালে বেনিফেলির জঙ্গলে শঙ্কর সর্দার নামে জঙ্গলে কাঁকড়া ধরার সময় বাঘের হামলায় মৃত্যু হয়েছে। বনবিভাগের কর্মীরা জানাচ্ছেন তিন দিনের মধ্য পৃথক ঘটনা তিন জনের মৃত্যুর ঘটনার নজির সম্পতি কালে নেই।