২০২২-২৩ সালের মধ্যে ডিজিটাল মুদ্রা চালু করা হবে

মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বড় ঘোষণা ব্যাঙ্কিং খাতে। বাজেটে তিনি জানান, শীঘ্রই ডিজিটাল মুদ্রা চালু করতে চলেছে ভারতী রিজার্ভ ব্যাঙ্ক। RBI-এর ডিজিটাল কারেন্সি হবে ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে। বিটকয়েন এবং অন্যান্য জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি তৈরির পিছনে এই প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে।
ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে। বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টো টোকেনের ভবিষ্যৎ সম্পর্কে কোনো স্পষ্ট বার্তা না দিয়েই অর্থমন্ত্রী বলেন, ২০২২-২৩ সালের মধ্যে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। ডিজিটাল কারেন্সি চালুর ব্যাপারে বেশ কয়েক বছর ধরেই ভাবনা চিন্তা করছিল কেন্দ্র৷
গতবছর সংসদে সরকার জানিয়েছিল, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি চালু করা যায় কি না সেটা দেখছে আরবিআই৷ নির্মলা সীতারমন বলেন, “ডিজিটাল মুদ্রা আরও দক্ষ এবং সস্তা মুদ্রা ব্যবস্থাপনা দিকে চালিত হবে। তাই ব্লকচেইন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে একটি ডিজিটাল রুপি চালু করার প্রস্তাব করা হয়েছে, যা ২০২২-২৩ অর্থবর্ষ থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চালু করবে।”