মেটিয়াব্রুজ-কলকাতা নতুন রুটে সরকারি বাসের সূচনা করলেন পরিবহন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল মেটিয়াব্রুজ কলকাতা নতুন রুটে সরকারি বাসের সূচনা করলেন। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক খালেক মোল্লা সহ অন্যান্য নেতৃবর্গ। মেটিয়াব্রুজ কলকাতা রুটে কোনও সরকারি বাস না থাকার কারণে এখানকার মানুষের যাতায়াতের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হতো প্রতিনিয়ত।
ওখানকার সাধারণ মানুষেরা বিধায়কের কাছে দাবি করেন সরকারি বাসের। তাদের দাবিকে মান্যতা দিয়ে বিধায়ক খালেক মোল্লা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের সাথে আলোচনা করেন।
তারপরেই পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম মাননীয় মুখ্যমন্ত্রীকে সবিস্তারে জানান পুরো ঘটনা। সমস্ত ঘটনা জানার পর মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ দুটি সরকারি বাসের ব্যবস্থা করতে নির্দেশ দেন। সেই নির্দেশ পাওয়া মাত্রই আজ উদ্বোধন হলো নতুন এই বাস রুটের।
পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের হাত থেকে এই নতুন বাস পাওয়ার পর এলাকার মানুষের মুখে খুশির হাসি দেখা গেছে।