বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কী ঘোষণা করলেন তিনি

বাজেট ( Union Budget 2022 ) পেশ করলেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রীর বাজেট ( Union Budget 2022 ) পেশের পরেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। অপরিবর্তিত রাখা হয়েছে আয়কর কাঠামো। বাজেট পেশ করে তিনি জানিয়েছেন-
- আমরা কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করায় জোর দিচ্ছি
- করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর
- এক্ষেত্রে বকেয়া কর দেওয়ার জন্য করদাতা দুবছর সুযোগ পাবেন
- কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে
- বিশেষভাবে সক্ষম মানুষের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে
- কো-অপারেটিভ ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ করা হল
- করব্যবস্থাকে সহজ করার চেষ্টা করছি
- সার চার্জ কমানো হচ্ছে গ্লোবাল ট্রানস্যাকশনের উপর ।
- স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যায়কে বিজনেস এক্সপেন্স হিসেবে দেখানো যাবে না।
- জিএসটি-তে বিরাট উন্নতি সরকার করতে পেরেছে।
- জিএসটির চ্যালেঞ্জ কাটানো সম্ভব হয়েছে।
- সম্পূর্ণ তথ্য প্রযুক্তি দ্বারা চালিত ব্যবস্থা শুরু করা গিয়েছে।
- Gross GST Collection জানুয়ারি ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা আয়
- এসইজেড – ক্ষেত্রে কিছু সংষ্কার দরকার। পুরোটাই এবার হবে প্রযুক্তি দ্বারা চালিত।২০২২-২০২৩ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আসছে ডিজিটাল রুপি। দেশের বাজারে ক্রিপ্টো কারেন্সির পাল্টা হিসাবে নামানো হবে এই ডিজিটাল রুপি। টেলিকম ক্ষেত্রেও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী চলতি অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হয়ে যাবে। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে।
- ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার
- আইআরডিএ-তে আনা হচ্ছে নতুন বিমা বন্ড
- সৌরবিদ্যুৎ উত্পাদন বৃদ্ধিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ
- বিভিন্ন ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য এবার চালু হবে ই-বিল
- প্রতিরক্ষা বরাদ্দের ২৫ % ব্যবহার হবে গবেষণায়
- অরণ্য সংরক্ষণ এবং অরণ্য সম্পদ রক্ষায় বিশেষ জোর
- ডিআরডিও-র সঙ্গে এবার কাজ করবে বেসরকারি সংস্থা’
- এই আর্থিক বছরেই চালু হবে ৫জি স্পেকট্রাম পরিষেবা
এদিন তিনটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মিশন পুষ্টি ২.০, মিশন শক্তি এবং মিশন বাৎসল্য—বাজেটে ( Union Budget 2022 )এই তিন প্রকল্পের কথা বলা হয়েছে।
-
মিশন পুষ্টি ২.০
- অপুষ্টি দূর করে শিশুদের সুষম আহারের জোগান দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
- এর মধ্যে স্কুলের মিডডে মিল যেমন পড়ছে, তেমনই অঙ্গনওয়াড়ি থেকে বাড়িতে রেশন জোগানো হবে।
- প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিশুদের বৃদ্ধি এবং আচরণের উপর চলবে নজরদারিও।
- ২০১৭ সালে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রকল্পে অনুমোদন মেলে।
মিশন শক্তি
- সরাসরি সরকারি কোষাগার থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো,
- মহিলাদের স্বহনির্ভর হতে সাহায্য করা,
- একাকী মহিলাদের জন্য পেনশনের ব্যবস্থা করার ব্যবস্থা রয়েছে।
- বিধানসভা নির্বাচনের আগে সম্প্রতি মিশন শক্তি ৩.০ প্রকল্পের সূচনা করে কেন্দ্র।
মিশন বাৎসল্য
- গত বছর ডিসেম্বরে মিশন বাৎসল্য প্রকল্পের সূচনা করে কেন্দ্র।
- এর আওতায় করোনা কালে স্বামী হারানো মহিলা,
- বিশেষ করে গ্রামাঞ্চলের বিধবা মহিলাদের মাথার উপর ছাদ গড়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।
Union Budget 2022 পোস্ট অফিস ও ব্যাঙ্কিং ক্ষেত্রের জন্য অর্থমন্ত্রী বলেন-
- ২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে
- ১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল
- এই পোস্ট অফিসগুলিতে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএম-এর সুবিধা পাওয়া যাবে
- ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে
- ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করার চেষ্টা করছি
-
Union Budget 2022 – একনজরে অর্থমন্ত্রীর আরও ঘোষণা-
- অতিমারীর কারণে যাঁরা অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা
- ভারত আগামী ২৫ বছরে কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন
- এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে
- আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি
- মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করেছি
- আমরা যে বাজেট পেশ করব তাতে ভারত স্বাধীনতার ১০০ বছরে কী হবে তার রূপরেখা থাকবে
- গতবছরে যে প্রতিকূল পরিবেশ ছিল এবছরও তা বজায় আছে
- আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি
- ন্যাশনাল ব্যাঙ্ক ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে
- আমাদের অর্থনীতি এখন মাল্টিপ্লায়ার এফেক্টের সুফল পাচ্ছে
- আমরা পরিকাঠামো নির্মাণের ওপর বিশেষভাবে জোর দেব
- আমরা উত্পাদনশীলতা বাড়ানোয় জোর দিচ্ছি
- সহজে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে
- পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ
- পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে তৈরি হবে
- এর ফলে পর্যটন শিল্পের উন্নতি এবং পরিষেবার উন্নতি হবে