শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা উন্নতির লক্ষণ দেখা দিচ্ছে, দ্রুত ভালো হবেন’

News Sundarban.com :
জানুয়ারি ৩১, ২০২২
news-image

প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিলো এতোদিন জানিয়ে আসছিলেন চিকিৎসক।   তবে এখন তার অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বক্তব্যে লতা মঙ্গেশকরের চিকিৎসক  এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‌‌লতা মঙ্গেশকর সুস্থ হওয়ার পথে। তাকে এখন ভেন্টিলেটর থেকে সরানো হয়েছে। তার উন্নতির লক্ষণ দেখা দিচ্ছে। আশা করছি দ্রুত ভালো হবেন।

এর আগে খবর ছড়িয়ে পড়ে যে, ৯২ বছর বয়সী প্রবীণ এ গায়িকার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তখন তার স্বজনরা বলেছিলেন, মিথ্যা খবর প্রচার করা দেখতে বিরক্তিকর। দয়া করে মনে রাখবেন যে লতা দিদি স্থিতিশীল। তার চিকিৎসা চলছে। তিনি আইসিইউতে রয়েছেন। অনুগ্রহ করে তার দ্রুত বাড়ি ফেরার জন্য প্রার্থনা করুন। মিথ্যা খবর প্রচার থেকে বিরত থাকুন।