বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হবে বৃষ্টি, চলবে রবিবার পর্যন্ত

শান্তি রায়চৌধুরী:
উত্তুরে হাওয়ার হাত ধরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। গতকালের তুলনায় প্রায় ২ ডিগ্রি বাড়লেও আজও স্বাভাবিকের নীচেই পারদ।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি শুরু হবে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।