ফের সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমনে মৃত্যু মৎসজীবির

শশাঙ্ক শেখর মন্ডল: ফের সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে মারা গেল এক মৎসজীবি। মৃতের নাম আরবিন্দু বিশ্বাস (৪২)।
রবিবার ঘটনাটি ঘটেছে সুন্দেরবনের কুমিরমারি আঞ্চলের কাছে মরিরঝাঁপির জঙ্গলে,সূত্রের খবর ছোটমোল্লাখালি কোষ্টাল থানার কুমিরমারি গ্রামপঞ্চায়েতের বুধবার বাজার এলাকার মৎস্যজীবি কমল বিশ্বাস ,অমলেন্দু বিশ্বাস,অরবিন্দু বিশ্বাস ঝিলা-১এর জঙ্গলে মাছ ধরতে যান, সেই সময় অরবিন্দু বিশ্বাস সঙ্গীদের থেকে কিছুটা আলাদা হয়ে যান।
সে সময় মুড়ো গাছা খালের একটি বাঘ অরবিন্দুর উপর ঝাঁপিয়ে পরে।এবং তার ঘাড়ে কামড়ে জঙ্গলে তুলে নিয়ে যায়।
অরবিন্দুর চিৎকারে অরবিন্দুর সঙ্গীরা তাকে ছাড়ানোর চেষ্টা করলে ব্যার্থ হয়। তারপর গ্রামে ফিরে গ্রামবাসিদের খবর দেন।এরপর গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে অরবিন্দুর মৃত দেহ উদ্ধার করেন।