বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে রক্তদান কর্মসূচি 

News Sundarban.com :
জানুয়ারি ২৯, ২০২২
news-image

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: এই করোনা পরিস্থিতিতে রাজ্যের পাশাপাশি এই জেলার সরকারি এবং বেসরকারি হসপিটাল গুলোতে হন্য হয়ে ডোনার খুঁজে বেড়াচ্ছেন রোগীর আত্মীয়রা I

এমন ঘটনা প্রতিদিনই কোথাও না কোথাও দেখা যাচ্ছে I করোনা অদ্ভুত এহেন পরিস্থিতিতে মুমূর্ষ রুগীদের কথা মাথায় জাতি ধর্ম নির্বিশেষে রক্তের অভাব দুর করতে, ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌতম অধিকারীর ব্যবস্থাপনায় I এবং পূর্ব গোবিন্দপুর তৃণমূল যুব কমিটির উদ্যোগে,পূর্ব গোবিন্দপুর প্রাইমারী স্কুল প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

ব্লক১ যুব সভাপতি গৌতম অধিকারী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে করোনার আবহে জেলার ব্লাড ব্যাংকগুলো সচল রাখতে এবং বর্তমান যুব সমাজকে রক্তদানে আগ্রহী করে তুলতে দীর্ঘ কয়েক বছর যাবৎ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াস জারি আছে।এদিন কভিড বিধি মেনেই সরকারি নির্দেশ মত, রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন প্রায় একশত জন রক্ত দাতা রক্ত দান করেন।

সরকারি কাজের ক্ষেত্রে সরকারি আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন কাজের মাধ্যমে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের এই টিম,তাই এধরনের কাজ শুধু একটি গ্রামে সীমাবদ্ধ নয় ডায়মন্ড হারবার বিভিন্ন প্রান্তে পরিধি বাড়িয়ে তোলারও আহ্বান জানান এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন এই রক্তদানের উদ্যোক্তাদের।এদিন সকল সদস্যবৃন্দ কর্তব্যে ছিল অবিচল,তাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।