বৃহস্পতিবার, ১১ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারি মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যঙ্কিং পরিষেবা

News Sundarban.com :
জানুয়ারি ২৪, ২০২২
news-image

প্রথমেই জানিয়ে রাখি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যঙ্কিং পরিষেবা। তবে, সংশয় এড়াতে বলে রাখা ভাল, এই ১২ দিনের মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শরিবার এবং রবিবারগুলিও রয়েছে।

এছাড়াও রয়েছে দেশজুড়ে বেশ কয়েকটি ছুটি// যেমন:

২ ফেব্রুয়ারি– সোনাম লোচ্চার (গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)
৫ ফেব্রুয়ারি– সরস্বতী পূজা/ শ্রী পঞ্চমী/ বসন্ত পঞ্চমী( কলকাতা, আগরতলা, ভূবনেশ্বরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
৬ ফেব্রুয়ারি– রবিবার
১২ ফেব্রুয়ারি– মাসের দ্বিতীয় শনিবার
১৩ ফেব্রুয়ারি– রবিবার
১৫ ফেব্রুয়ারি– মহম্মদ হজরত আলির জন্মতিথি/ লুই-নগাই-নি(ইম্ফল, কানপুর, লখনউতে বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)
১৬ ফেব্রুয়ারি– গুরু বরিদাশ জয়ন্তী(চণ্ডীগড়ে বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)
১৮ ফেব্রুয়ারি– দোলযাত্রা (কলকাতায় বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)
১৯ ফেব্রুয়ারি– ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী(বেলাপুর, মুম্বই, নাাগপুরে বন্ধ থাকবে ব্যাকিং পরিষেবা)
২০ ফেব্রুয়ারি– রবিবার
২৬ ফেব্রুয়ারি– মাসের চতুর্থ শনিবার
২৭ ফেব্রুয়ারি– রবিবার

দেশের বিভিন্ন অংশে আলাদা আলাদা দিনে বন্ধ থাকতে চলেছে ব্যাকিং পরিষেবা। যদিও, প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে কিছু ছুটি এবং অনুষ্ঠান একসঙ্গেই গোটা দেশে পালিত হয়। ফলে, সেই সময় দেশজুড়েই বন্ধ থাকে ব্যাঙ্কিং পরিষেবা। অন্যদিকে, চলতি মাসের ২৬ জানুয়ারিও বন্ধ থাকছে ব্যাঙ্ক।