মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মহানায়ক, দেশনায়ক নেতাজি

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০২২
news-image

বিবেকানন্দ বসাক

নেতাজি গবেষক ড. জয়ন্ত চৌধুরীর গবেষণায় উঠে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৯ বার মৃত্যু হয়েছে। একজন মানুষের, একজন দেশনায়কের ১ বারই মৃত্যু হয়। কিন্তু নেতাজির ক্ষেত্রে বিষয়টি এমনই। কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট তথা মুখার্জি কমিশনের সদস্য কেশব ভট্টাচার্য নেতাজি সম্পর্কে অনেক রহস্যের উদঘাটন করেছেন। নেতাজি গবেষক শঙ্করকুমার চট্টোপাধ্যায়, ড. মধুসূদন পালের দীর্ঘ গবেষণা থেকে তাইহোকু পরবর্তী অনেক তথ্যই আমরা পাই।

তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অবদান অনস্বীকার্য। কেন্দ্রের লাল ফিতের বাঁধনে এখনও যার সমস্ত ফাইল জনগণের হাতে তুলে দেওয়া হয়নি। কোনও রাজনৈতিক দলই সোচ্চার হয় না। প্রতিবাদে ফেটে পড়ে না। এটাই আমাদের দেশের পরিহাস চাপিয়ে রাখার, দাবিয়ে রাখার। কিন্তু কোনও রাজনৈতিক দলই সফল হতে পারেনি। দেশের আর কোনও ব্যক্তিত্বকে নিয়ে এমন আবেগ কি জড়িয়ে আছে? বরং নেতাজি ইস্যু যতই ব্যাকফুটে গেছে। ভারতের আমজনতা নেতাজিকে গভীর ভালোবাসায় অন্তরের অন্তস্থলে ঠাঁই দিয়েছেন।

সমস্ত রাজনৈতিক দল এবছর আলাদা আলাদা ভাবে তাঁর জন্মজয়ন্তী পালন করছে। স্বাধীনতার এতোগুলো বছর পেরিয়েছে। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। তারপর সরকার বাধ্য হয়েই ইন্ডিয়া গেটে নেতাজি মূর্তি বসাচ্ছে।

তাঁকে নিয়ে শাহনওয়াজ, খোসলা, মুখার্জি সহ কমিশনের পর কমিশন বসেছে। জনগণের চাপের ফলেই। সরকারের ব্যর্থতার ছবি জনগণ দেখেছেন। কিন্তু তাতে কী? নেতাজি নেতাজির আসনে জনতার হৃদয়ের সিংহাসনে স্বমহিমায় আছেন, থাকবেন।