শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চারটি বানরের খোঁজে হন্যে হচ্ছে পুলিশ বাহিনী

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০২২
news-image

পলাতক আসামির খোঁজে নিরাপত্তা বাহিনীর অভিযান হামেশাই ঘটে। কিন্তু পালিয়ে যাওয়া বানরের খোঁজে পুলিশের অভিযান বিরলই বটে। যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে এমনই ঘটনা ঘটেছে। পরীক্ষাগারের চারটি বানরের খোঁজে হন্যে হচ্ছে তারা।

যুক্তরাজ্যের  একটি গাড়িতে করে শ খানেক বানর নেওয়া হচ্ছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি পরীক্ষাগারে। লম্বা লেজের ম্যাকাকাস প্রজাতির বানরগুলো সাধারণত গবেষণার কাজে ব্যবহার করা হয়। কিন্তু পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মহাসড়কে একটি ডাম্প ট্রাকের সঙ্গে বানর থাকা গাড়িটির সংঘর্ষ হয়। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও সুযোগ পেয়ে পালিয়ে যায় চারটি বানর। এখন সেই বানরের পেছনে ছুটতে হচ্ছে পুলিশ বাহিনীকে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে বলা হচ্ছে, পালিয়ে যাওয়া চারটি বানরের মধ্যে দুটিকে ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছে কর্তৃপক্ষ। তবে প্রাণী দুটিকে এখনো ধরা যায়নি। তবে বাকি দুটির এখনো কোনো হদিস মেলেনি।