বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল

News Sundarban.com :
জানুয়ারি ১৬, ২০২২
news-image

একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সাফল্যের নিরিখে এই দুই প্রকল্পের ক্ষেত্রেই শীর্ষে রয়েছে বাংলা। মিলেছে কেন্দ্রের স্বীকৃতিও। এবার ফের একবার রাজ্যে ওই দুই প্রকল্পের সাফল্য খতিয়ে দেখতে দল পাঠাচ্ছে কেন্দ্র। সোমবারই সেই প্রতিনিধি দল আসছে রাজ্যে। ৮টি দলে ভাগ হয়ে তাঁরা ১৬টি জেলা পরিদর্শন করবেন। সোমবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এই পরিদর্শন চলবে। এই ১৬টি জেলার প্রতিটিতে তাঁরা ৩-৪টি করে ব্লকে যাবেন ও সেখানকার ১০-১২টি করে গ্রাম পঞ্চায়েত এলাকা ঘুরে দেখবেন।

গত দুই বছরে ১০০ দিনের প্রকল্পে কী-কী হয়েছে এবং আবাস যোজনার কাজ নিয়ম মেনে হয়েছে কিনা সেটাই খতিয়ে দেখবেন তাঁরা। তবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল যে শুধু বাংলাতেই আসছেন তা নয়, দেশের ১০০টি জেলায় ওই দুই প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই ১০০টি জেলার মধ্যে রয়েছে বাংলার ১৬টি জেলাও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব আশিসকুমার গোয়েল বৃহস্পতিবার রাজ্যের ১৬টি জেলার জেলাশাসকদের চিঠি দিয়ে ‘ন্যাশনাল লেভেল মনিটর’দের রাজ্য সফরের বিষয়টি জানিয়েছেন।