ধন্যবাদ আমাকে নাচ ময়ূরী দেয়ার জন্য : নুসরাত

এবার ঢাকার কণ্ঠশিল্পী লুইপার গানে ময়ূরী হয়ে নাচলেন নুসরাত জাহান। আমি রূপনগরের রাজকুমারী, দিওয়ানা যে সব আমারেই, আমার রূপের জাদু দেখবি শুধু, কেউ করিসনারে টাচ-নাচ ময়ূরী নাচ- তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে এই গানটির শিরোনাম ‘নাচ ময়ূরী নাচ’। আইটেম ঘরানার এই গানটিইতে নেচেছেন নুসরাত।
টিএম রেকর্ডের ব্যানারে তৈরি মিউজিক ভিডিওটি সম্প্রতি প্রকাশিত হয়েছে । গানের ভিডিওটির কোরিগ্রাফিও করেছে বাবা যাদব। মা হওয়ার পর বাবা যাদবের নির্মাণে এ গানে নুসরাত জাহানের কামব্যাক পারফর্মেন্সকে তার ক্যারিয়ারের সেরা কাজ বলেই মানছেন অনেকেই। নুসরাত বলেন, “টিএম রেকর্ডসকে ধন্যবাদ বাংলা মিউজিককে নেক্সট লেভেলে নেয়ার জন্য। ধন্যবাদ আমাকে নাচ ময়ূরী দেয়ার জন্য। আমি বাংলাদেশে আমার আরও অনেক কাজের দিকে তাকিয়ে।