শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যজুড়ে আজ সারাদিনই চলবে বৃষ্টির দৌরাত্ম

News Sundarban.com :
জানুয়ারি ১২, ২০২২
news-image

আজ সারাদিনই বৃষ্টির দৌরাত্ম চলবে রাজ্যজুড়ে আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা ও হাওড়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যে থেকেই মুষলধারে বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলেছে। এর জেরে রাতের তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামী ৪৮ ঘণ্টা এরকমই থাকবে তাপমাত্রা।

তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে গত কয়েকদিনে শীত গায়েব হলেও, আগামী কয়েকদিন তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আগামী ৪৮ ঘন্টা কমপক্ষে ২ ডিগ্রি নামবে দিনের তাপমাত্রা। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।