৭ কোটি টাকার ব্রাউন সুগার সহ আটক চার ব্যক্তি

৭ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত। বিকেলে এসওজি ও আশিঘর আউটপোস্টের যৌথ অভিযানে চার ব্যক্তিকে আটক করা হয়।
ভক্তিনগর থানা এর অধীনে আশিঘর আউটপোস্টের অধীনে কানকাটা মোড়ে গ্রেপ্তার করা হয় এই চার ব্যক্তিকে । তল্লাশি চালিয়ে তাদের যৌথ দখল থেকে ৩.৫ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। মাদকের বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা ।
এটি সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে বড় মাদক উদ্ধারের একটি ঘটনা। শিলিগুড়িকে মাদকমুক্ত শহর করতে প্রতিশ্রুতিবদ্ধ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ।