প্রতিটি প্রবেশ পথে থাকছে স্যানিটাইজার টানেল : পি.উল্গানাথন

গঙ্গাসাগর মেলা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন আলিপুর জেলা পরিষদ ভবনে সাংবাদিক বৈঠক করলেন।
পি.উল্গানাথন বললেন, এবছর গঙ্গাসাগর মেলায় কোভিড বিধি মেনে পঞ্চাশ জন করে কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার অধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি প্রবেশ পথে থাকছে স্যানিটাইজার টানেল, প্রায় দশ লক্ষ মাস্ক বিতরণ করা হবে।
আলিপুরে এক সাংবাদিক বৈঠকে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক পি.উল্গানাথন একথা জানান। এছাড়াও কোভিড আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দিতে ইতিমধ্যে বেসরকারি অ্যাপেলো হাসপাতালের দশজন চিকিৎসক বিনা পারিশ্রমিকে ‘ডক্টরস অন হুইল’ ব্যবস্থায় থাকছেন।
এর পাশাপাশি কোভিড বিধি মেনে গঙ্গাসাগর মেলা করতে জেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে জেলা শাসক আত্মবিশ্বাসী।