মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার চালু রাখার অনুমোদন

News Sundarban.com :
জানুয়ারি ৮, ২০২২
news-image

করোনা বিধি মেনে শর্তসাপেক্ষে সেলুন ও বিউটি পার্লার খোলার অনুমোদন দিল রাজ্য সরকার।

সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিপুল মানুষের স্বার্থে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন, পার্লার চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জারি হওয়া কঠোর বিধিনিষেধের আওতায় সেলুন এবং বিউটি পার্লার বন্ধ করে দেওয়া হয়েছিল।

যার ফলে সংকটে পড়ে যান সেলুন এবং পার্লার মালিকেরা। সেলুন খোলার দাবিতে তারা সরব হন।

এরপরে শনিবার এই বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করে নবান্ন। সেখানে বলা হয়েছে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত ১০টা অবধি বিউটি পার্লার, সেলুন খোলা রাখা যাবে।

তবে এই ছাড় পেতে গেলে মানতে হবে বেশ কিছু শর্ত। প্রথমত, পার্লার কিংবা সেলুনে একসঙ্গে একগাদা লোকের ভিড় কোনওভাবেই করা যাবে না। দ্বিতীয়ত, যাঁরা সেলুন বা বিউটি পার্লারের কর্মী থাকবেন, তাঁদের সকলের টিকার দুই ডোজ়ই থাকতে হবে।

তৃতীয়ত, রাজ্যজুড়ে যে কোভিড প্রোটোকল বহাল রয়েছে তা সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। সেলুন এবং বিউটি পার্লার নিয়মিত সময়ের ব্যবধানে স্যানিটাইজ করতে হবে।