মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুর নির্বাচন নিয়ে আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন

News Sundarban.com :
জানুয়ারি ৮, ২০২২
news-image

“আগামী ২ মাস নির্বাচন বন্ধ রাখা উচিত!” বাড়তে থাকা কোভিড পরিস্থিতিতে শনিবার নিজের কেন্দ্র ডায়মন্ডহারবারে একটি প্রশাসনিক বৈঠক করেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পুর নির্বাচন নিয়ে আদালতে মামলা চলছে।

ফলে, রাজ্য সরকার থেকে রাজ্য নির্বাচন কমিশন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু, যদি আমায় ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করা হয়, তাহলে আমার মত, আগামী ২ মাসের জন্য সবকিছু বন্ধ রাখা উচিত।”

প্রশাসনিক বৈঠক শেষে তাঁর এই মন্তব্যে সভাবতই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যের বিরোধীদলগুলিও এই পরিস্থিতিতে ভোট করা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে।