কোভিড রোগীদের চিকিৎসায় পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত

রাজ্য সরকার পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় সংশ্লিষ্ট পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোনো কোভিড রোগী যেন চিকিৎসা না পেয়ে পুরসভা থেকে ফিরে না যান।
সেই বিষয়টি নিশ্চিত করতে যে সব পুরসভার নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানে প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য সামগ্রী সবসময় পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি সব পুর এলাকায় আবশ্যিকভাবে করোনা বিধি যেন মানা হয় সেই দিকটিও দেখতে বলা হয়েছে।
কোভিড সংক্রমিত দরিদ্র এবং অসহায় মানুষদের চিহ্নিত করে ফল সহ শুকনো খাবারের প্যাকেট তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে।