মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার

News Sundarban.com :
জানুয়ারি ৭, ২০২২
news-image

করোনা পরিস্থিতিতে শহরের রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার।

ফিটনেস সার্টিফিকেটের জন্য বসে যাওয়া বাসগুলি যাতে অবিলম্বে যাতে পথে নামতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে।

বাসমালিক সংগঠনগুলির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শহর ও শহরতলির প্রায় তিনশ বাস শুধুমাত্র ফিটনেস সার্টিফিকেটের অভাবে পথে নামতে পারছে না।

এই সব বাস পথে নামলে রাস্তায় বাস সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছেন তাঁরা।

কিন্তু এই সব বাসের অনেকেরই সরকারের কাছে বহু টাকা বকেয়া রয়েছে। সেই টাকা শোধ না করলে ফিটনেস সার্টিফিকেট মিলবে না।

এমত অবস্থায় বকেয়া টাকা মুকুব করে ন্যুনতম খরচায় তাঁরা যাতে ফিটনেস সার্টিফিকেট পেতে পারেন সেজন্য সরকারের কাছে আবেদন করেছেন বাস মালিকেরা।