পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা শুরু করেছেন ‘মহামৃত্যুঞ্জয় জপ’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঙ্গল কামনায় পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের বিজেপি নেতা-কর্মীরা ‘মহামৃত্যুঞ্জয় জপ’ শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার এবং কাল শুক্রবার বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে এই যজ্ঞানুষ্ঠান চলবে। আজ অনুষ্ঠানের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি মোমবাতি মিছিলের আয়োজন করে।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী মোদি পাঞ্জাবের ফিরোজপুরে একটি জনসভায় যোগ দিতে যাওয়ার পথে উড়ালসড়কে তাঁর বহর বাধাপ্রাপ্ত হয়। তিনি পরে ওই জনসভা বাতিল করে ফিরে আসেন।
এ ঘটনার পর ‘সুস্থ হয়ে ফিরে আসায়’, কলকাতায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্দিরে পূজা দিয়ে বিজেপির নেতা-কর্মীদের নিয়ে জপ শুরু করেছেন।
এ ছাড়া আজ সন্ধ্যায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির নেতা–কর্মীরা মন্দিরে পূজা দিয়ে মহামৃত্যুঞ্জয় জপ শুরু করেছেন। আর সেই সঙ্গে সর্বত্র মোমবাতি মিছিলও করেছেন। কালও মহামৃত্যুঞ্জয় জপ চলবে।