প্রথম সন্তানের আগমনের বার্তা গৌতম কিসলুর

বিয়ের কিছুদিন পর থেকেই কাজলের মা হওয়ার গুজব ছড়াচ্ছিল। ব্যাপারটি নিয়ে নিশ্চুপ থেকেছেন কাজল–কিসলু দম্পতি। তারপর হঠাৎ একদিন দেখা গেল, অনেক দিন তাঁরা আর বাইরে বের হচ্ছেন না।
বছরের প্রথম দিন স্ত্রী কাজলের হলুদ পোশাক পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কিসলু জানিয়েছেন কী যেন এক প্রত্যাশার কথা।
দক্ষিণ ভারতের প্রিয়মুখ অভিনেত্রী কাজল আগারওয়াল মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রথম সন্তানের আগমনের বার্তা জানিয়েছেন তাঁর স্বামী উদ্যোক্তা গৌতম কিসলু।
২০২০ সালের অক্টোবর মাসে ঘর বাঁধেন তাঁরা। ইনস্টাগ্রামে কাজলের ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘তোমার দিকে এভাবেই তাকিয়ে আছি ২০২২।’ পাশে জুড়ে দিয়েছেন অন্তঃসত্ত্বা নারী ও ভালোবাসার ইমোজি। কিসলুর প্রত্যাশা বুঝতে কার বাকি থাকে?