মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

টনি ব্লেয়ারকে ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করেছেন রানী এলিজাবেথ

News Sundarban.com :
জানুয়ারি ১, ২০২২
news-image

ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গত শুক্রবার ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করেছেন রানী এলিজাবেথ।  অর্ডার অব দ্য গার্টারের সদস্য হিসেবে নববর্ষের প্রথম দিন থেকেই টনি ব্লেয়ার ‘স্যার টনি’ নামে পরিচিত হবেন।  ১৩৪৮ সাল থেকে সিংহাসনে ক্ষমতাসীন রাজা বা রানী তাদের পছন্দ অনুযায়ী উপহার হিসেবে এ সম্মাননা দিয়ে থাকেন।

ব্লেয়ার ছাড়াও ব্রিটিশ রাজপুত্র চার্লসের স্ত্রী ডাচেস অব কর্নওয়েল ক্যামিলা ও লেবার পার্টির রাজনীতিবিদ ও কূটনীতিক ব্যারোনেস আমোসকেও এই অর্ডারে ‘নাইটহুড’ উপাধি দেওয়া হয়েছে। ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার।

২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাক যুদ্ধকে নগ্নভাবে সমর্থনের জন্য তিনি অনেক বেশি সমালোচিত হন। এই সমর্থন পুরো বিশ্বের কাছে তাকে ‘খলনায়ক’ হিসেবে পরিচিত করে তোলে।