বিসিসিআই সভাপতির ওমিক্রন পরীক্ষার ফল নেগেটিভ

করোনার বিরুদ্ধে লড়াই করে সদ্য বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে নিভৃতবাসে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর ওমিক্রন পরীক্ষার ফল নিয়ে একটা চিন্তা ছিলই।
যদিও স্বস্তির খবর হল বিসিসিআই সভাপতির ওমিক্রন পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ওমিক্রনের প্রাথমিক রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি ফিরেছিলেন সৌরভ। এরই মধ্যে শুক্রবার বাড়ি ফিরে যান মহারাজ। হাসপাতাল সূত্রে খবর, সৌরভ এখন আগের থেকে অনেকটাই ভাল। সর্দি নেই।
স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন বিসিসিআই সভাপতি। ফোনে চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে তাঁর। তাঁকে মাল্টি ভিটামিন, ভিটামিন সি-জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে। ফুসফুস সুস্থ রাখতে নিয়মিত দেওয়া হচ্ছে স্টিম। তিনি করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কিনা, সেটা জানতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তবে সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।