জম্মু-কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী মন্দির এলাকায় পদদলিত হয়ে মৃত্যু ১২ পুণ্যার্থীর

জম্মু-কাশ্মীরে মাতা বৈষ্ণোদেবী মন্দির এলাকায় পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে ভক্তরা পূজা দিতে মন্দির চত্বরে ভিড় করলে হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে এ ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ত্রিকূট পাহাড়ের ওপর অবস্থিত ওই বৈষ্ণোদেবীর মন্দিরে শুক্রবার রাতে পূজা দিতে ভিড় জমান তীর্থযাত্রীরা।
মন্দিরের কর্মকর্তারা দাবি করেন, ‘অনুমতিপত্র ছাড়াই বিপুলসংখ্যক পুণ্যার্থী বৈষ্ণোদেবী ভবনে প্রবেশ করেছিলেন।’
স্থানীয় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং বলেন, মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
দেশটির জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে এবং আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে। – এনডিটিভি