ইনস্টাগ্রামে নতুন বছর উদযাপনের ছবি শেয়ার করেন আনুশকা

গত বছর বাবা-মা হয়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। মেয়ে ভামিকা জন্মের পর এটাই নতুন বছর সেলিব্রেশন। তবে ভারতে নতুন বছরকে বরণ করে নেওয়া হলোনা তাদের। আপাতত ভারতের চলা টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকাতে আছেন এই দম্পতি। সেখানেই স্বাগত জানালেন নতুন বছরকে।
ইনস্টাগ্রামে নতুন বছর উদযাপনের ছবি শেয়ার করেন আনুশকা। ক্যপশনে অনুরাগীদের উদ্দেশে লিখলেন, ‘২০২১ আমাকে জীবনের সবচেয়ে বড় খুশি দিয়েছে। তাই মন থেকে ধন্যবাদ জানাই।’
ছবিতে দেখা যাচ্ছে হোটেলে থ্রি টায়ার কেক কাটছেন আনুশকা ও কোহলি। একইসঙ্গে আনুশকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ভিডিও শেয়ার করেছেন।
যেখানে দেখা যাচ্ছে হোটেলের সকল কর্মচারীদের সাথেই বছরের শুরুটা পালন করেন তারা। কেক কাটেন, নাচ করেন, একটা ভিডিওতে কোহলিকে সব মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা যায়।