আগরতলায় রাজীব ভরসা অভিষেকের

আগরতলার পুরভোটে বিজেপির সঙ্গে জোর টক্কর দিয়েছে ঘাসফুল শিবির। মাত্র তিন মাসেই ২৪ শতাংশ ভোট নিজেদের ঝুলিতে ভরে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা। যার পুরো কৃতিত্বই দক্ষ সংগঠক রাজীব বন্দ্যোপাধ্যায়ের।
এমনটাই মত প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের একাংশ। ২০২১ সালের জানুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূলের মন্ত্রী এবং দক্ষ সংগঠক রাজীব বন্দ্যোপাধ্যায়।
ডোমজুড়ে বিজেপি প্রার্থী হয়ে বিধানসভা ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। বিজেপির কড়া হিন্দুত্ববাদী মনোভাব এবং রাজ্যকে ভাগ করার প্রচেষ্টা সেই সঙ্গে একাধিক নেতৃত্বের লাগামছাড়া মন্তব্যে ক্রমেই গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে রাজীবের।
নিজের কর্ম দক্ষতা এবং রাজনৈতিক বিচক্ষণতায় বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে ছিলেন রাজীব। দক্ষ সংগঠকের দলবদলে ভেঙে পড়েছিলেন কর্মী সমর্থকরা।
রাজনীতি বিমুখ যুবসমাজকে রাজনীতির মূলস্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজীবের ক্যারিশমা ছিল প্রশংসনীয়।