লঞ্চের একেবারেই কাছেই বাঘ, ক্যামেরাবন্দি করেন পর্যটক

কুলতুলির পর এবার সজনেখালি। ফের বাঘের দেখা মিলল সুন্দরবনে। লঞ্চে বসেই সেই বাঘটিকে আবার ক্যামেরাবন্দি করলেন কলকাতার একদল পর্যটকরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো । শীতের মরশুমে সুন্দরবনে ভিড় জমিয়েছেন পর্যটকরা। কলকাতা থেকে জঙ্গলে ঘুরতে গিয়েছেন অনেকেই। গাড়ি করে নয়, লঞ্চে চেপে সুধন্যখালি এলাকার ঘুরে বেড়াচ্ছিলেন একদল পর্যটক।
তখন নদীর পাশে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল একটি বাঘ। এরপর আচমকাই সেই বাঘটি নদীতে নেমে পড়ে! এমনকী, সাঁতর কাটতে কাটতে একসময়ে চলে আসে লঞ্চের একেবারেই কাছেই! তবে, কারও কোনও ক্ষতি করেনি।
বরং যেভাবে লঞ্চের কাছে এসেছিল, সেভাবেই সাঁতার করে নদীর অন্য পাড়ে চলে যায় বাঘটি। আর লঞ্চ থেকে গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন পর্যটক।