প্রত্যেকটি স্কুল পড়ুয়াকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রত্যেকটি স্কুল পড়ুয়াকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নতুন বছরের শুরুর দিনই স্টুডেন্টস ডে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই দিনের কথা মাথাতে রেখেই রাজ্যের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে নতুন বছরে শুভকামনা জানিয়ে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
নতুন বছরের শুরুতেই সেই চিঠি ছাত্রছাত্রীরা স্কুল মারফত পেয়ে যাবেন বলে জানা গিয়েছে। চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানুয়ারির প্রথম সপ্তাহ স্টুডেন্টস উইক হিসেবে পালন করার কথা উল্লেখ করেছেন।