নয়া পুলিস কমিশনার হলেন বিনীত গোয়েল

রাজ্য পুলিসে বড়সড় রদবদল। কলকাতার নয়া পুলিস কমিশনার হলেন বিনীত গোয়েল । এতদিন রাজ্য পুলিসের STF-এর এডিজি পদে কর্মরত ছিলেন তিনি।
এর আগে কলকাতার পুলিস কমিশনার ছিলেন সৌমেন মিত্র । CID-র পাশাপাশি একই সঙ্গে এসটিএফ-এরও দায়িত্ব সামলাবেন জ্ঞানবন্ত সিং । কলকাতা পুলিসের অ্য়াডিশানাল পুলিস কমিশনার হলেন প্রবীণ কুমার ত্রিপাঠী । মালদহের নয়া পুলিস কমিশনার হলেন অমিতাভ মাইতি।
মালদহের ডিআইজি হলেন অলোক রাজরিয়া।আলিপুরদুয়ারের নয়া পুলিস সুপার হলেন ওয়াই রঘুবংশী। জলপাইগুড়ির নয়া পুলিস সুপার ভোলানাথ পাণ্ডে।
কালিম্পংয়ের নয়া পুলিস সুপার হলেন অপরাজিতা রাই। রাজ্য পুলিসের এসটিএফ-এর ডিসি হলেন হরিকৃষ্ণ পাই। রাজ্য ট্রাফিক পুলিসের নয়া ডিআইজি হলেন সুকেশ কুমার জৈন। -zee24