শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০২১
news-image

রাজ্য সরকার গ্রামের দরিদ্র মানুষদের স্বনির্ভর করে তুলতে পুরুষদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরীর উদ্যোগ নিচ্ছে। কলকাতার নিউটাউনে বৃহস্পতিবার ১৭ তম সরস মেলার উদ্বোধন করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, এরফলে মহিলাদের পাশাপাশি গ্রামের পুরুষদেরও সশক্তিকরণ করা সম্ভব হবে। এছাড়া চলতি অর্থবর্ষে এক কোটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে রাজ্যে মোট ৯লক্ষ ১৭হাজার মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে,যেখানে ৯২লক্ষ ৬১হাজার ৭শো জন মহিলা যুক্ত রয়েছেন। এই সংখ্যা এক কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এছাড়া স্বনির্ভর গোষ্ঠীগুলিকে অর্থনৈতিক সহায়তা দিতে এপর্যন্ত ১৪ লক্ষ ২৩৯ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সেই ঋণের পরিমাণ বাড়িয়ে ১৫লক্ষ কোটি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান,স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে আগামী ১৫ই জানুয়ারি থেকে ৩০শে ফেব্রুয়ারি পর্যন্ত বাইশটি জেলায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে সৃষ্টিশ্রী মেলার আয়োজন করা হবে।