সম্পর্ক অনেক দিন চলল, ভালোবাসা এখনো আছে : সুস্মিতা সেন

নিজের ১৫ বছরের ছোট কাশ্মিরের ছেলে রোমান শলের সঙ্গে সম্পর্ক মজে ছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। দীর্ঘদিন একে অপরের প্রেমে হাবুডুবু খেয়ে আসছিলেন। তাদের সম্পর্কের নানা বিষয়ে নিজেই পোস্ট করতেন। জানাতেন তাদের নানা খুনসুটির দিক।
বেশ কয়েক দিন ধরেই তাদের বিচ্ছেদের খবর ঘুরে বেড়াচ্ছে বলিপাড়ায়। এবার তাতে স্বীকার করে নিলেন খোদ অভিনেত্রী নিজেই। রোমানের সঙ্গে ছবি শেয়ার করে বিচ্ছেদের ঘোষণা এই সাবেক ‘মিস ইউনিভার্স’ এর।
সুস্মিতা রোমানের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। এখনো বন্ধুই আছি। সম্পর্ক অনেক দিন চলল… ভালোবাসা এখনো আছে।’ সঙ্গে আর কোনো জল্পনা তৈরি না করারও অনুরোধ জানান তিনি।