বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়ের নজির গড়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা

News Sundarban.com :
ডিসেম্বর ২২, ২০২১
news-image

কলকাতা পুরভোটে নিজেদের তৈরী রেকর্ড এবার নিজেরাই ভেঙেছে তৃণমূল।

১৪৪ আসনের কলকাতা পুরসভার ১৩৪ আসনে জয়ের নজির গড়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মত পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর কে লেটার মার্কস হিসেবে ধরা হয়।

কলকাতা পুরভোটে এই হিসেবে লেটার পেয়েছেন ৩১ জন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাদের মধ্যে আবার ৭ জনের প্রাপ্ত ভোটের হার সংশ্লিষ্ট ওয়ার্ডের মোট বৈধ ভোটের ৯০% বা তার বেশি।

মোট ২৪ জন প্রার্থী ভোট পেয়েছেন ৮০%-এর উপরে। গাণিতিক হিসাবে সব মিলিয়ে তৃণমূলের ৪৪ শতাংশের বেশি প্রার্থীই লেটার নম্বর পেয়ে জিতেছেন। ওয়ার্ড ওয়ারী ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে,মধ্য কলকাতার ৬১ নম্বর ওয়ার্ডে মনজ়র ইকবাল ৯১.৮৩% ভোট পেয়েছেন! জীবন সাহা ৫৭ নম্বর ওয়ার্ডে পেয়েছেন ৯০.৮০% ভোট। এন্টালির ৫৪ নম্বর ওয়ার্ডে আমিরুদ্দিনের প্রাপ্তি ৯১.৬৭%।

খুব পিছিয়ে নেই উত্তর কলকাতার সুনন্দা সরকার, শান্তিরঞ্জন কুণ্ডু বা বেলেঘাটার অলকানন্দা দাসেরাও। তাঁদের প্রত্যেকের প্রাপ্ত ভোটই ৮৯%-এর উপরে। এঁদের সকলকে ছাড়িয়ে গিয়েছেন গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডে শামস ইকবাল। তিনি পেয়েছেন ৯৭.২৬%। আবার এর উল্টো ছবিও আছে। ২১ নম্বর ওয়ার্ডে সর্বনিম্ন ৪৪ ভোটে জয় পেয়েছেন তৃণমূলেরই প্রার্থী মীরা হাজরা।কলকাতা পুরসভার মোট ৯৫০ প্রার্থীর মধ্যে ৭৩১ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১১৬ জন বিজেপি,১১২ কংগ্রেস,৯৭ জন বামফ্রন্ট এবং ৪০৬ জন নির্দল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।