বাংলা ভাষাতেও বিদ্যুতের বিল পাবেন গ্রাহকেরা

ইংরেজির পাশাপাশি এবার বাংলা ভাষাতেও বিদ্যুতের বিল পাবেন এ রাজ্যের গ্রাহকেরা। বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম (WBSEDCL)।
জানা যাচ্ছে, গ্রাহকরা এরপর থেকে ত্রৈমাসিকের মোবাইল স্পট বিলিংয়ের ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবেন। সেখানে থাকবে বাংলা ভাষার অপশনও।এছাড়া স্পট মিটার রিডিংয়ের পর গ্রাহকদের পছন্দের ভাষাতেই বিল প্রিন্ট করা হবে।
সেখানেও ইংরাজির পাশাপাশি থাকবে বাংলার অপশন। ইতিমধ্যেই এই গোটা বিষয়টি সরকারিভাবে জানানো হয়েছে WBSEDCL-এর পক্ষ থেকে। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিগমের তরফে।