বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে আবগারি দফতর

News Sundarban.com :
ডিসেম্বর ১৭, ২০২১
news-image

কোভিড পরিস্থিতির মধ্যেও মদ বিক্রির নতুন রেকর্ড পশ্চিমবঙ্গে। সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে আবগারি দফতর৷

প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রাখা হয়েছিল৷ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেই লক্ষ্যমাত্র ছুঁয়ে ফেলে আবগারি দফতর৷

ফলে চলতি আর্থিক বছরের শেষে লক্ষ্যের চেয়ে অনেক বেশি আয় হবে বলেই আবগারি দফতর সূত্রে খবর৷

চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি হলেও তা ২০১৭-১৮ অর্থবর্ষের রেকর্ড ছুঁতে পারবে না। ওই অর্থবর্ষে আবগারি দফতরের সামনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ৫৭৮১.৩৮ কোটি টাকা।

পরে তা কমিয়ে ৪ হাজার ৭৮৮ কোটি করা হয়। কিন্তু বছর শেষে দেখা যায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ওই বছরে আবগারি দফতরের মোট আয় ছিল ৯৩৪০.০৫ কোটি টাকা।