রুদ্রনগর কৃষক বাজারে উদযাপন হল সুন্দরবন দিবস

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাগর ব্লকের রুদ্রনগর কৃষক বাজারে সুন্দরবন দিবস-২০২১ উদযাপন হল।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কানোয়ালজিৎ সিং চীমা (প্রধান সচিব, সুন্দরবন বিষয়ক দপ্তর) বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডঃ কল্যান রুদ্র, (চেয়ারম্যান, পঃ বঃ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও বিশিষ্ট পরিবেশবিদ, নদী, ভূরুপবিদ্যা, জলসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ), সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতি শামীমা শেখ,(সভাধিপতি, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ), যোগরঞ্জন হালদার, (বিধায়ক, কুলপি বিধানসভা) আলোক জলদাতা, (বিধায়ক, রায়দিঘি বিধানসভা), সুন্দরবন পুলিশ জেলার পুলিশ অধীক্ষক ভাস্কর মুখোপাধ্যায়, কাকদ্বীপ মহকুমার মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ, সাগর ও নামখানার সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ, গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী আধিকারিক, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সুন্দরবন বিষয়ক দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠানে সুন্দর বনকে কিভাবে পর্যটকদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করা যায় সেই বিষয়ে ও বিস্তর আলোচনা হয়।