শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ার অগ্ন্যুৎপাতে ৩৪ জনের প্রাণহানি

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০২১
news-image

ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৩৪-এ দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা দেওয়া হচ্ছে।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বার্তা সংস্থা এএফপিকে জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্ন্যুৎপাতে ৩৪ জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ রয়েছেন ১৭ জন।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ৩ ৭০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত শনিবার ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরির ছাইয়ে গ্রামগুলোর ঘরবাড়ি প্রায় ঢেকে যায়। এ কারণে হাজারো আতঙ্কিত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকে।