রাজ্যের পুলিশ বাহিনী দিয়েই অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব : নির্বাচন কমিশন

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। রাজ্যের হাতে থাকা পুলিশ বাহিনী দিয়েই অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করানো সম্ভব বলে রাজ্যপালকে স্পষ্ট ভাবে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে কলকাতা পুরভোটে বাহিনী নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
সেই রিপোর্টও রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরসভা ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে রাজ্যপাল জগদীপ ধনখড় এ দিন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে তলব করেন। তবে কমিশনার নিজে রাজভবনে যাননি।
তার বদলে মুখ বন্ধ রিপোর্ট বেলা আড়াইটে নাগাদ রাজভবনে পৌঁছে দেওয়া হয়। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সেখানে জানানো হয়েছে এই মুহূর্তে পুরসভা ভোট পরিচালনার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন অনুভূত হচ্ছে না। যদিও রাজ্য নির্বাচন কমিশনার আজ সিআইএসএফ এর ডিজির সঙ্গে বৈঠক করেছেন।
ভোট করতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হলে কত সংখ্যক বাহিনী পাওয়া সম্ভব তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।