ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের ছাই ও ধোঁয়া ছড়িয়ে পড়েছে ১১টি গ্রামে

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতে নিহত বেড়ে ১৩ জন হয়েছে। দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন অন্তত ৫৭ জন। এছাড়া অগ্ন্যুৎপাতের নিকটবর্তী এলাকা থেকে অন্তত ৯০২ জনকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
অগ্ন্যুৎপাত থেকে ছাই ও ধোঁয়ার বিশাল কুণ্ডুলি ছড়িয়ে পড়েছে আশপাশের চারদিকে। গ্রামগুলো ছাইয়ে ঢেকে গেছে। ঘন ধোঁয়ায় সূর্যও আবদ্ধ। আশপাশের চারদিক পুরো অন্ধকার। আর দৌড়ে পালানোর চেষ্টা করছে স্থানীয়রা। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫৭ জন আহত হয়েছেন, যাদের অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) একজন মুখপাত্র বলেছেন, আহতদের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা সুবিধায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অগ্ন্যুৎপাতের ছাই ও ধোঁয়া লুমাজাং জেলার অন্তত ১১টি গ্রামে ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি কিছু দেখা যাচ্ছে না। এসব এলাকার বাসিন্দাদের উদ্ধার করে এনে মসজিদ ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।