নদীয়া জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

নদীয়া জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। শনিবার গভীর রাতে নদীয়ার ফুলবাড়ি এলাকায় শববাহী একটি গাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি লরির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এসব তথ্য জানায়।
নদীয়ার হাঁসখালী থানা-পুলিশের কর্মকর্তারা জানান, গতকাল রাতে শববাহী একটি গাড়িতে করে একদল শ্মশানযাত্রী উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকা থেকে নদীয়ার নবদ্বীপ শ্মশানে যাচ্ছিলেন।
নদীয়ার হাঁসখালীর ফুলবাড়ি এলাকায় শববাহী গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরিতে গিয়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ১৮ জন প্রাণ হারান। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।- হিন্দুস্তান টাইমস