করোনা বিধি অক্ষরে অক্ষরে পালন করে পুর ভোট করা হচ্ছে, জানালেন রাজ্য নির্বাচন কমিশনার

কলকাতা পুরসভার বহু প্রতীক্ষিত পুরভোটের নির্ঘণ্ট আজ ঘোষিত হয়েছে। ১৯ ডিসেম্বরকলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে।
বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই কলকাতা পুর এলাকায় নির্বাচনী আদর্শ আচরণবিধিও কার্যকর হল।
কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,আজ থেকেই মনোনয়ন পর্ব শুরু হচ্ছে। মনোনয়ন জমা করার শেষ দিন ১ ডিসেম্বর। ২ ডিসেম্বর জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর ভোট গ্রহণ এবং ২১ তারিখ সম্ভাব্য ভোট গণনা। কোন কেন্দ্রে পুনর্নির্বাচন প্রয়োজন হলে তা হবে ২০ ডিসেম্বর।রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, পুর আইন এবং করোনা বিধি অক্ষরে অক্ষরে পালন করে কলকাতায় পুর ভোট আয়োজন করা হচ্ছে।
করোনা বিধি নিষেধের ক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন বিধানসভার উপনির্বাচনে জাতীয় নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নির্দেশিকা গুলি মেনে চলা হবে। এবার কলকাতায় ১৭০৭ টি ভোটকেন্দ্রে ৪৭৪২ টি বুথে ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এছাড়া ৩৮৫- অক্সিলারি বুথ থাকছে।