শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অন্ধ্র প্রদেশে বন্যায় ১৭ জনের মৃত্যু

News Sundarban.com :
নভেম্বর ২০, ২০২১
news-image

অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণ থেকে বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বন্যায় ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। তীর্থস্থান তিরুপতিতে জলবন্দী রয়েছেন কয়েক শ পুণ্যার্থী। ভারতীয় বিমানবাহিনী, এসডিআরএফ ও দমকলের কর্মীরা সম্মিলিতভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন।

তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর জল স্থলভাগে ঢুকে পড়েছে। এ ছাড়া ওই এলাকার জলাধারগুলোও বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ওই এলাকায় অনেকে জলবন্দী হয়ে পড়েছেন। অন্ধ্র প্রদেশ রাজ্য সরকারের মালিকানাধীন তিনটি বাস বন্যার জলতে তলিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েকটি দল ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। পুরোদমে চলছে উদ্ধার তৎপরতা। -এনডিটিভি