কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি : মোদী

একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন ও বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক মোদী সরকারের।
কৃষকদের ধারাবাহিক আন্দোলনের জেরেই বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করতে কার্যত বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী জাতির উদ্দেশে ভাষণে জানান, তিনি আইন তৈরি করেছিলেন কৃষকদের সুবিধার জন্য। কৃষি আইন প্রত্যাহার করে মোদীর আক্ষেপ, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’ এদিন একই কথা শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গলাতেও।
সমস্ত চেষ্টার পরেও সরকার কৃষকদের বোঝাতে ব্যর্থ হয়েছে বলেই মত তাঁর। যোগী আদিত্যনাথ বলেন, “সরকার প্রতিটি স্তরে কৃষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের পক্ষ থেকে কিছু ঘাটতির কারণে আমরা জনগণের কাছে নিজেদের বক্তব্য ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছি।” তিনি আরও বলেন, “আন্তরিকভাবে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর তিনটি কৃষি আইন প্রত্যাহারকে স্বাগত জানাই”।
মুখ্যমন্ত্রী বিল প্রত্যাহারকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলেছেন এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।-zee24