অপর্না সেনের বিরুদ্ধে মামলা

BSF নিয়ে মন্তব্যের জের। অপর্না সেনের বিরুদ্ধে মামলা। অভিনেত্রী তথা চিত্র পরিচালককে আইনি চিঠি পাঠিয়েছেন আইনজীবী পৃথ্বীশ দাস।
সীমান্ত এলাকায় সম্প্রতি BSF-এর এক্তিয়ার বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর প্রতিবাদে সরব হন অপর্ণা সেন । অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ‘ধর্ষক’, ‘খুনী’ শব্দ প্রয়োগ করেন তিনি। এই সমস্ত মন্তব্যের প্রতিবাদে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা হল। মামলাকারীর দাবি, কেন্দ্রীয় বাহিনীকে অসম্মান করেছেন অপর্না সেন।
সাত দিনের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ঠিক কী বলেছিলেন অপর্ণা সেনা। তিনি অভিযোগ করেন, সেনার শাসন জারির চেষ্টা করছে কেন্দ্র। সেনাকে যতটা ক্ষমতা দেওয়ার কথা, তা থেকে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে।