শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ গাঙ্গুলী

News Sundarban.com :
নভেম্বর ১৭, ২০২১
news-image

এতদিন আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে ছিলেন অনিল কুম্বলে। এবার নিয়ন্ত্রক সংস্থার এই পদে বসলেন তারই সতীর্থ ও ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী। বুধবার এই কমিটিতে তার চেয়ারম্যান হওয়ার খবর নিশ্চিত করেছে আইসিসি।

২০১২ সালে আইসিসির এই দায়িত্ব পেয়েছিলেন কুম্বলে। কুম্বলে ক্লাইভ লয়েডের কাছ থেকে এই দায়িত্ব পেয়েছিলেন। ২০১২ সালের পর ২০১৬ সালে তিনি দ্বিতীয়বারের জন্য এই দায়িত্ব পেয়েছিলেন।

কুম্বলে তৃতীয়বারও এই দায়িত্ব পেয়েছিলেন ২০১৯ সালে পুর্ননির্বাচিত হয়ে। ৯ বছর ধরে ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলানোর পর এবার তিনি রাস্তা করে দিয়েছেন সৌরভ গাঙ্গুলীকে।

আধুনিক ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়ে থাকে এই  কমিটি। যারা ক্রিকেটের নিয়ম-নীতিসহ বিভিন্ন বিষয়ে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটিকে সুপারিশ প্রেরণ করে থাকে। সেসব সুপারিশ পরে বোর্ড সভায় আলোচনা করে চূড়ান্ত করে থাকে আইসিসি।