ছবি, ভিডিও ডিলিট করে বিরক্তি লাগছে মিমির

টুইট বার্তায় মিমি লেখেন, ‘৭০০০ ছবি ও ৫০০ ভিডিও- আমার মোবাইলের গ্যালারি থেকে সব ডিলিট হয়ে গেছে। আমি জানি না চিৎকার করে কাঁদা ছাড়া আর কী করতে পারি! সবরকম চেষ্টা করেছি ছবি উদ্ধার করার। কিন্তু কোনোটাতেই কোনো উপকার হয়নি। বিরক্তি লাগছে।’
এই টুইটে সেই মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ট্যাগ করেন অভিনেত্রী। বিগত সময়ে যাদের হারিয়েছেন নায়িকা তাদের অনেকেই ওইসব ছবিতে ছিলেন। ছবি ডিলিটের মাধ্যমে সেই স্মৃতি চিরদিনের মতো হারিয়েছেন তিনি।