কৃষকরা এবার কুইন্টাল প্রতি ৭২ টাকা বেশি পাবেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবছর ধানের সহায়ক মূল্য বাড়াল রাজ্য সরকার। রাজ্যের খাদ্য দপ্তর সূত্রের খবর, গত বছর সরকার চাষিদের কাছে ১৮৬৮ টাকা দরে প্রতি কুইন্টাল ধান কিনেছিল। এবার সেই ধান কেনা হবে ১৯৪০ টাকা দরে।
অর্থাত্ কৃষকরা এবার কুইন্টাল প্রতি ৭২ টাকা বেশি পাবেন। এছাড়াও চাষিদের বাড়ি থেকে কিষানমান্ডিতে ধান আনার জন্য কুইন্টাল প্রতি আরও ২০ টাকা করে দেওয়া হয়। অর্থাৎ এবছর সরকারের কাছে ধান বিক্রি করে চাষিরা কুইন্টাল প্রতি ১৯৬০ টাকা পাবেন। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, চাষিদের সুবিধার্থেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
কৃষিদপ্তর জানিয়েছে, একজন চাষি সর্বাধিক ৪৫ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। কৃষকবন্ধু প্রকল্পের বাইরে থাকা চাষিরাও ক্রয় কেন্দ্রগুলিতে ধান বিক্রি করতে পারবেন। ভাগচাষিদের ক্ষেত্রেও এই সুযোগ রয়েছে।