বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূল কর্মীর চোখে আঘাত, হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়

News Sundarban.com :
নভেম্বর ১৩, ২০২১
news-image

ত্রিপুরায় আক্রান্ত হচ্ছেন বিরোধীরা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার বিষয়ে দেশের শীর্ষ আদালত বিপ্লব দেব সরকারকে  ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

তার পরেও বিরোধীদলের ওপর হামলা অব্যাহত। আগরতলায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ ১১ নম্বর ওয়ার্ডে দলের পতাকা ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে। এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। যার জেরে চোখে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

আক্রান্ত কর্মী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে তাকে দেখতে হাসপাতালে পৌঁছে রাজীব বন্দ্যোপাধ্যায় একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। শুক্রবার রাত ন’টা নাগাদ বাড়ি ফিরছিলেন আগরতলার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী শেখর দেববর্মা। সেইসময় অতর্কিতে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক রেষারেষি শুরু হয়ে গিয়েছে ত্রিপুরায়।