তৃণমূলের প্রার্থী হয়ে মনোনয়ন দেবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ার পর বাংলা থেকে রাজ্যসভার আসনটি খালি হয়েছিল। সেই আসনে যাচ্ছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। আজ সর্বভারতীয় তৃণমূলের তরফে একটি ট্যুইট করা হয়েছে। জানানো হয়েছে ওই আসনে তৃণমূলের প্রার্থী হয়ে মনোনয়ন দেবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলারিও ।
কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেন তিনি। তাঁর সঙ্গে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। তিনি কংগ্রেসের হয়ে ৪০ বছরের বেশি সময় কাজ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু হয় চলতি বছরে। লুইজিনহো অভিজ্ঞ রাজনীতিবিদ। জাতীয় রাজনীতিতে তাঁর মুখ যথেষ্ট পরিচিত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গেম মেকার হতে চাইছে তৃণমূল। তাই ত্রিপুরাকে টার্গেট করে সেখানে সুস্মিতা দেবের ক্ষমতা বাড়ানো হয়েছে।
তিনি এখন তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ। সংগঠনকে মজবুত ভিতের উপর দাঁড় করাতে এখন উত্তর–পূর্বের রাজ্যে ঝাঁপিয়ে পড়েছেন। এই একই ফর্মুলায় এবার গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইনজো ফেলারিওকে রাজ্যসভায় পাঠাতে চাইছে তৃণমূল কংগ্রেস।