শনিবার, ২৩শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রক্তদান শিবির ও কোভিড যোদ্ধা সংবর্ধনা আয়োজনে বিশিষ্ট সমাজকর্মী সামসুর আলম মীর

News Sundarban.com :
নভেম্বর ১২, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, কুলপি: একদিকে রাজ্যজুড়ে করোনা-র প্রকোপ, যার ফলস্বরুপ সরকারি ব্লাড ব্যাংক গুলোতে রক্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী সামসুর আলম মীর।

দক্ষিণ ২৪ পরগনা, কুলপি শ্যামবসুরচকে ‘ নিউ সাবানা মেডিকেল হল ‘ – এর শুভ উদ্বোধনে ডায়মন্ডহারবার সরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায়, ১১,১১,২০২১ তারিখ ( বৃহস্পতিবার ) স্বেচ্ছায় রক্তদান শিবির ও অতিমারিতে উল্লেখযোগ্য অবদানের জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুণী মানুষদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়।

এই তালিকায় ছিল, রক্তযোদ্ধা থেকে শুরু করে লেখক, সাংবাদিক, পরিবেশ কর্মী এবং আশা কর্মীরা। সমগ্র অনুষ্ঠানের উদ্বোধন করেন, কুলপির বিধায়ক মাননীয় শ্রীযুক্ত যোগরঞ্জন হালদার মহাশয়। ছিলেন আরও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ।

রক্তদান শিবির কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। মোট ৮০ জন মানুষ স্বেচ্ছায় রক্ত দান করেন। সকল রক্তদাতাদের বৃক্ষরোপনের বার্তা দিয়ে, ফলের চারা গাছ হাতে তুলে দেওয়া হয়।